Monday, 4 February 2019

কাব্যগ্রন্থ

প্রিয় অনুভব
শেখ শাম্মী সকাল

হৃদয় তোমায় চায় কাছে
বাহ্যিক করে দূর,
তবুও তোমায় আনবো ছিনিয়ে
পার হয়ে অথয় সমুদ্রুর

হাত তুমি বাড়াও প্রিয়ো
রাখো আমার হাতে,
তোমার জন্য করতে রাজি
যুদ্ধ সবার সাথে।

তোমার জন্যই ছন্দ আমার
তোমার জন্যই কবিতা,
আমার হৃদয় জুড়ে আঁকা
তোমার মায়া মুখের ছবিটা।

তোমার জন্য ভুবনে আসা
তোমার জন্যই সব,
তুমি আমার বসুন্ধরায়
প্রিয় অনুভব।।

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home